বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের সমন্বয় করার জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স লিয়াজোঁ কমিটি গঠনের কথা জানান। এতে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য, তিন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম মহাসচিবকে রাখা হয়েছে। প্রিন্স জানান, আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করার জন্য সাত সদস্য বিশিষ্ট এ লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
কমিটির সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।