শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নরেন্দ্র মোদির মা হীরাবেন মারা গেছেন

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায়  আহমেদাবাদের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বুধবার তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

টুইট করে নিজেই মায়ের মৃত্যুর খবর জানান প্রধানমন্ত্রী। মায়ের ছবি টুইট করে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন- ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন- আমি সর্বদা মা’এর মধ্যে সেই ত্রিমূর্তিকে অনুভব করেছি, যা তাঁর মধ্যেও রয়েছে।’

মোদি আরও জানান, ‘যখন আমি তাঁর শততম জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করি, তিনি একটি কথা বলেছিলেন- বুদ্ধিমত্তা দিয়ে কাজ কর, বিশুদ্ধতার সঙ্গে জীবনযাপন কর।’

মায়ের মৃত্যুর খবর পেয়ে সব কাজ স্থগিত রেখে সকালেই দিল্লি থেকে আহমেদাবাদে ছুটে যান প্রধানমন্ত্রী।

বাড়িতে গিয়েই লাশে ফুল দিয়ে মাকে শেষ শ্রদ্ধা জানান মোদি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। এরপর লাশ কাঁধে তুলে তাঁর শেষ যাত্রায় হাঁটেন মোদি। পরে গান্ধীনগরের শ্মশানঘাটে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়।

সর্বশেষ খবর