শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আগ্রহের সফরে আজ আসছেন ডোনাল্ড লু

কূটনৈতিক প্রতিবেদক

আগ্রহের সফরে আজ আসছেন ডোনাল্ড লু

দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু। মূলত সফরের দ্বিতীয় দিন আগামীকাল রবিবার মূল কর্মসূচিগুলোতে অংশ  নেবেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ক ডেস্কের এই শীর্ষ কর্মকর্তা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে ডোনাল্ড লু-এর সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অঙ্গনে। এ সফরে কী হয় তা নিয়ে আগ্রহও তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও।

সফরসূচি অনুসারে, ডোনাল্ড লু রবিবার আনুষ্ঠানিক বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এ ছাড়া এদিন তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। এ ছাড়া মার্কিন দূতাবাসের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন ডোনাল্ড লু। সফর উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি লু বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে আমাদের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করা বিষয়ে আলোচনা করার পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কে জানবেন। কূটনৈতিক সূত্রের খবর, বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকারসহ কয়েকটি এজেন্ডাকে গুরুত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনরুদ্ধার, প্রতিরক্ষা, জলবায়ু, রোহিঙ্গাসহ নানা বিষয়কে অগ্রাধিকার দেবে বাংলাদেশ। জানা যায়, ডোনাল্ড লু ফরেন সার্ভিস অফিসার হিসেবে ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করছেন। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে যোগদান করেন। কূটনৈতিক সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেনের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তাজিকস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের বিষয়াশয় দেখভাল করেন ডোনাল্ড লু। সর্বশেষ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের শাহীনবাগের ঘটনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগও জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর