রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অভিষেক বাংলাদেশি মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ টি-২০ যুব মহিলা বিশ্বকাপে সোনালি অভিষেক হয়েছে বাংলাদেশের। যুব বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে সূচনা বাজিমাত করেছেন দিশা বিশ্বাস, দিলারা আক্তাররা। প্রথমবার যুব বিশ্বকাপ খেলতে নেমেই চমক জাগানো জয় তুলে ইতিহাসের পাতায় নাম লিখেছে বাংলাদেশ। ১২ বল হাতে রেখে শক্তিশালী অস্ট্রেলিয়া যুব মহিলা দলকে ৭ উইকেটে হারিয়েছে দিশা বাহিনী। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ১৮ জানুয়ারি তৃতীয় ম্যাচে যুব মহিলা দলের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র মহিলা দল। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ২৭ জানুয়ারি এবং ফাইনাল ২৮ জানুয়ারি। সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু পচেফস্ট্রোম।

টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে অসি মহিলা যুব দল। দলটির পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার মুর। তার ৫১ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার। এছাড়া এলা হ্যাওয়ার্ড ৩৫ রান করেন ৩৯ বলে ৪ চারে। বাংলাদেশ নারী দলের পক্ষে ২টি করে উইকেট নেন দিশা ও মারুফা আক্তার। টার্গেট ১৩১ রান। ইনিংসের প্রথম বলেই আউট হন মিষ্টি সাহা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান যোগ করেন আফিফা প্রত্যাশা ও দিলারা আক্তার। আফিফা ২৪ রান করেন ২২ বলে। ম্যাচসেরা দিলারা ৪০ রানের ইনিংস খেলেন ৪২ বলে ৭ চারে। ৭১ রানে ৩ উইকেটের পতনের পর ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। ১৮ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন স্বর্ণা এবং ২৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন সুমাইয়া আক্তার।

সর্বশেষ খবর