রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তারা বসে বসে ইতিহাস লেখে

নিজস্ব প্রতিবেদক

তারা বসে বসে ইতিহাস লেখে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের সরকার দেশ শাসন করে না। তারা বসে বসে ইতিহাস লেখে। কিন্তু সেটা সত্যিকারের ইতিহাস নয়, কাল্পনিক ইতিহাস। তিনি বলেন, একটি দেশের পরিচয় শুধু উন্নয়ন দিয়ে হয় না। অথবা উন্নয়নের নামে দুর্নীতি দিয়েও একটি দেশের পরিচয় হয় না। একটি দেশের সত্যিকারের পরিচয় হলো সে দেশের শিক্ষা ও সংস্কৃতি। আজ সেই সত্যিকারের শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস থেকে আমাদের কোমলমতি শিশুদের বিচ্ছিন্ন করে দেওয়ার কাজ চলছে। সময় এসেছে এখন জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরার। সেজন্য আমাদের কাজ করতে হবে।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশ’ আয়োজিত ‘শিক্ষা ব্যবস্থায় বিজাতীয় আগ্রাসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অধ্যাপিকা তাজমেরী ইসলাম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহসহ শিক্ষাবিদ ও পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালী বিপ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল লতিফ মাসুম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর