বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুঁজিবাজার এগিয়ে নেওয়ার কাজ বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার এগিয়ে নেওয়ার কাজ বিনিয়োগকারীদের

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশের পুঁজিবাজার এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। এখন সবাই নিরাপদে বিনিয়োগ করতে পারেন। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা বাজারকে নীতি সহায়তা দিয়ে থাকি। পুঁজিবাজার উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছি। যার প্রভাব দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থে আমরা যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা নিয়েছি। এখন বিনিয়োগকারীদের কাজ বাজারকে এগিয়ে নেওয়া। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সব সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাজার ভালো হওয়ার জন্য যা যা দরকার ছিল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সবকিছু করে দেওয়া হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না এটা করা বাকি আছে, সেটা করা বাকি আছে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। পুঁজিবাজারের উন্নয়নে যত সব দাবি-দাওয়া ছিল পূরণ করা হয়েছে। শিবলী রুবাইয়াত বলেন, এখন বিনিয়োগকারীদের কাজ হচ্ছে বড় বড় বিনিয়োগ করে বাজারকে এগিয়ে নেওয়া। কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসেন, তাহলে সেটা আমরা সমাধান করে দেব। আমি অনেকের কাছে জানতে চেয়েছি, বাজারে কোনো সমস্যা থাকলে বলেন, সমাধান করে দিই। কেউ কিছু বলতে পারেন না। বাজারে যত সমস্যা ছিল, সমাধান করা হয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা এলে সেটাও সমাধান করে  দেওয়া হবে। বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করলে কেউ লোকসানের শিকার হবেন না। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে সবাইকে। তিনি বলেন, কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের বেশ সাফল্য রয়েছে। নিরাপদ বিনিয়োগের জন্য এ দেশের সম্ভাবনা অনেক। বাংলাদেশের পুঁজিবাজারের রিটার্ন, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং বিগত ১২ বছরে ক্যাপিটাল রাইজিং বেড়েছে। তাই বাংলাদেশের পুঁজিবাজারের উজ্জ্বল ভবিষ্যৎ এবং অশেষ সম্ভাবনা রয়েছে। বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তাতে এখানে যারা বিনিয়োগ করবে তারা ভালো মুনাফা পাবেন। বাজার নিয়ে যারা ভীতি সৃষ্টি করছে তারা না বুঝে করছে। মিউচুয়াল ফান্ড এবং বন্ড মার্কেটে বিনিয়োগ করেন। বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে।

সর্বশেষ খবর