অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে তুলনায় আসে না। এমন কী শক্তিমত্তায়ও। তারপরও বাংলাদেশের নারী যুবারা অনূর্র্ধ্ব-১৯ টি-২০ যুব বিশ্বকাপে দারুণ খেলছে। গতকাল যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ নারী যুবাদের বিপক্ষে। প্রত্যাশা অনুযায়ী ম্যাচে ফেবারিট ছিলেন দিশা বিশ্বাস, আফিয়া প্রত্যাশা, সুমাইয়া আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, মারুফা আক্তাররা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কান নারী যুবাদের হারিয়ে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে দিশা বাহিনী। গতকাল মার্কিনী নারী যুবাদের ৫ উইকেটে হারিয়ে শতভাগ জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী যুবারা। ১৫ বল হাতে রেখে জয় পেয়ে সুপার সিক্সে খেলবেন দিশারা। সুপার সিক্সে দুটি ম্যাচ খেলবে দিশা বাহিনী এবং ম্যাচ দুটি ২১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি। ম্যাচ দুটির ভেন্যু পচেফস্ট্রোমে। অনূর্ধ্ব-১৯ টি-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল দুটি ২৭ জানুয়ারি এবং ফাইনাল ২৯ জানুয়ারি। গতকাল টস জিতে ব্যাটিং করে মার্কিনী নারী যুবারা। ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে। সর্বোচ্চ ২৬ রান করেন ভারতীয় বংশোদ্ভুত ¯িœগ্ধা পাল। ৩৭ বলের ইনিংসটিতে ছিল ৪টি বাউন্ডারি। এছাড়া দিশা ধিঙ্গরা ৩৯ বলে ২০, ঈশানি ভাগেলা ১৭ বলে অপরাজিত ১৭ ও গীতিকা কোডালি ১৬ বলে ১৬ রান করেন। ম্যাচসেরা দিশা বিশ্বাসের স্পেল ছিল ৪-১-১৩-২। এছাড়া মারুফা আক্তার ১৭ রানের খরচে নেন ১ উইকেট। বাংলাদেশের টার্গেট ১০৪ রান। দলীয় ১৯ রানে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেরা আফিয়া প্রত্যাশা ব্যক্তিগত ৭ রানে। ৮৬ রানে ৫ উইকেটের পতনের পর রাবেয়া খান ও মিষ্টি সাহা অবিচ্ছিন্ন থেকে দলকে ৫ উইকেটের জয় উপহার দেন। রাবেয়া অপরাজিত ছিলেন ১৮ রানে এবং মিষ্টিও অপরাজিত থাকেন ১৪ রানে। দিশা ১০, স্বর্ণা সর্বোচ্চ ২২ রান করেন ১৪ বলে, দিলারা ১৭ ও সুমাইয়া ১০ রান করেন।
শিরোনাম
- ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা
অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর