বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সমাধান হবে

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সমাধান হবে

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এজলাসে হট্টগোল, বিচারক এবং আদালতের কর্মচারীদের ‘গালিগালাজ ও অশালীন আচরণের’ অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যাকে ‘ভাইবোনের ঝগড়ার মতো’ বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার আশা, এ সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম গতকাল সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার আদালত অঙ্গনের সৃষ্ট সমস্যা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এজলাসে হট্টগোল হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার আদালতে এক ধরনের অচলাবস্থাও সৃষ্টি হয়। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে।

এ ঘটনা আইনমন্ত্রীর নিজ জেলার। এ সমস্যা সমাধানে তার করণীয় সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওই পরিস্থিতি থামছে না, তা পুরোপুরি সঠিক নয়। অনেকটাই প্রশমিত হয়েছে। প্রথমে আইনজীবীরা সব আদালত বর্জন করেছিলেন, অন্য দিক থেকে বিচার বিভাগের কর্মচারীরাও কিন্তু ধর্মঘট করেছিলেন, কর্মবিরতি করেছিলেন। এখন কিন্তু আইনজীবীরা দুটি আদালত ছাড়া অন্য সব আদালতে মামলা পরিচালনা করছেন। কর্মচারীরাও কাজ করছেন। তার (মন্ত্রী) সঙ্গে আলোচনা হওয়ার পরই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি মনে করেন, সমস্যাটি সমাধান না হলেও প্রশমিত হয়েছে। আইনমন্ত্রী বলেন, ঘরের মধ্যেও কিন্তু ভাইবোনে ঝগড়া হয়। তারপর হয়তো দুই দিন কথা বন্ধ থাকে। তিন দিনের দিন কথা শুরু হয়ে যায়। বার ও বেঞ্চের মধ্যে পরিবারের ভাইবোনের মতো সম্পর্ক। সেখানে কিন্তু এ রকম বিবাদ হতে পারে। আর এ রকম বিবাদ ব্রাহ্মণবাড়িয়াতেই প্রথম হয়েছে, তা নয়। আদালতে এটা হয়ে থাকে, আবার মীমাংসাও হয়ে যায়। এ সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর