বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে : অলি

নিজস্ব প্রতিবেদক

এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দেশকে বাঁচাতে সবাইকে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রাজধানীর পান্থপথে এলডিপি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, সরকারের স্বেচ্ছাচারিতার কারণে দেশের অর্থনীতিতে ধস নেমেছে। যার অন্যতম কারণ- দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার। আওয়ামী লীগ নেতারা দেশ থেকে টাকা নিয়ে পালাচ্ছেন। ঋণখেলাপির তালিকা দীর্ঘ হচ্ছে। অনেক প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করছে না। তিনি বলেন, সম্প্রতি মেজর (অব.) রফিকুল ইসলাম জাতীয় সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন। নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক প্রসঙ্গে তিনি বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যে ধরনের খেলা চলছে, তা কাম্য নয়। নতুন প্রজন্মকে ধ্বংসের জন্য যারা এ খেলায় মেতেছে, জাতি তাদের ক্ষমা করবে না। শুধু তদন্ত করে লাভ নেই। এসব পাপীকে ফাঁসি দেওয়া উচিত। আরও বক্তব্য রাখেন ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মোছা. কারিমা খাতুন, বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।

সর্বশেষ খবর