বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লোপাটের রাজত্ব কায়েম

নিজস্ব প্রতিবেদক

লোপাটের রাজত্ব কায়েম

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। বৈষম্যমুক্ত দেশ গড়াই ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লোপাটের রাজত্ব কায়েম করছে এই সরকার। গতকাল রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্টু। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেন বিপিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরামের এ কে এম  জগলুল হায়দার আফ্রিক, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, আইয়ুব খান ফারুক, লতিফুল বারী হামিম, রওশন ইয়াজদানী, মুহাম্মদ উল্লাহ মধু। বিপিপির আবদুল কাদের, আতিকুর রহমান লিটন, নাজমা আক্তার, হারুন-অর রশিদ, বিলকিস খন্দকার, ইব্রাহীম খলিল প্রমুখ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর