বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিএনপির পদযাত্রা ও সমাবেশ

সরকারকে বিদায়ে জনগণ রাস্তায় : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সরকারকে বিদায়ে জনগণ রাস্তায় : মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারকে বিদায় করতে জনগণ আজ রাস্তায় নেমেছে। সর্বস্তরের জনগণের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে। আশা করি অতি দ্রুতই আমরা তাদের বিদায় দিতে সক্ষম হব। গতকাল বিকালে রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর মহানগর বিএনপির পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নেতা হাবিবুর রহমান হাবিব, দলের কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সাইফুল আলম নিরব, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকাল সোয়া ৩টায় গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে শেষ হয় বিএনপির এই পদযাত্রা।

ড. মোশাররফ হোসেন বলেন, সরকার মনে করেছিল- মামলা নির্যাতন করে বিএনপিকে ঘরে বসিয়ে দেবে। বিএনপি এবং দেশের জনগণ প্রমাণ করেছে বিএনপি বসে যায়নি। বরং সরকারকে বিদায় করার জন্য সবাই আজ রাস্তায় নেমেছে। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের কোনো মেরামত করতে পারবে না। তাদের বিদায় যত দ্রুত সম্ভব হবে- এদেশের জনগণের ও দেশের জন্য ততই মঙ্গল।

সর্বশেষ খবর