বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বান্দরবানে থেমে থেমে গুলি চলছে পাঁচ জঙ্গি আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি চলছে বলে জানিয়েছে র‌্যাব। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। অভিযানে র‌্যাবের নয় সদস্য আহত হয়েছেন। জানা গেছে, বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা এলাকায় জঙ্গি আটক করতে গিয়ে সন্ত্রাসীদের গোলাগুলির মুখে পড়েছেন র‌্যাব সদস্যরা। গতকাল সকালের এ ঘটনায় নয়জন র‌্যাব সদস্য আহত হলেও প্রশিক্ষণরত পাঁচ নব্য জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছেন র‌্যাব জওয়ানরা। দুপুরে থানচি উপজেলার তমাতুঙ্গি এলাকায় এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। র‌্যাব সূত্র জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল সকালে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ধুলীচান ম্রো-পাড়া এলাকায় অভিযান চালাতে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ‘কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট’ বা (কেএনএফ)-এর তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণরত ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ জঙ্গিকে আটক করতে সক্ষম হন র‌্যাব জওয়ানরা। র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানান, মঙ্গলবারের বিশেষ অভিযানের মাধ্যমে বান্দরবানের দুর্গম এলাকায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান প্রায় গুটিয়ে আনা হয়েছে।

তিনি দাবি করেন, এ পর্যন্ত টার্গেটের ৮০ শতাংশেরও বেশি অর্জিত হয়েছে। অবশিষ্ট ২০ শতাংশ অর্জন করতে খুব বেশি সময় লাগবে না। র‌্যাব মহাপরিচালক জানান, এর আগে দুই দফায় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৩৮ সদস্য এবং ‘কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট’ বা কেএনএফের ১৪ সদস্যকে আটক করা হয়। গতকালের অভিযানে পাঁচ জনসহ এ পর্যন্ত ৫৭ জনকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর থেকে বান্দরবানের রুমা-রোয়াংছড়ি-থানচি এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এলাকায় র‌্যাবের জঙ্গিবিরোধী এ অভিযান চলছে। সব জঙ্গিকে আটক না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানিয়েছে। এ অভিযানের কারণে বিভিন্ন সময়ে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ খবর