রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ

দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ

জামালপুরে গতকাল শান্তি সমাবেশে নেতা-কর্মী-সমর্থকরা -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি’র বিরুদ্ধে এ শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন দলটি। এজন্য দলের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা, স্থানীয় এমপিরা গতকাল দিনভর শান্তি সমাবেশে বক্তৃতা করেন। পৃথক সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, নির্বাচন এলেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে। নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। রাজপথেই তাদের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। আর সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।  আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর : টাঙ্গাইল : জেলার দেলদুয়ার উপজেলার ছিলিমপুরে এম এ করিম উচ্চবিদ্যালয় মাঠে ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বক্তব্য দেন। শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ। শান্তি সমাবেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। গোপালগঞ্জ : জেলার প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলার কাশিয়ানী উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হেসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। ফরিদপুর : বিকালে শহরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, মো. ফারুক হোসেন, মাসুদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, দফতর সম্পাদক আলী আশরাফ পিয়ার, নিয়াজ জামান সজীব প্রমুখ। রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান। সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কণক সভা সঞ্চালনা করেন। রাজশাহী জেলার ৯ উপজেলার ৭২ ইউনিয়নে ব্যাপক পরিসরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা : খুলনার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ও ডুমুরিয়া সদরে পৃথক দুটি শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা এস এম কামরুজ্জামান জামাল, খান নজরুল ইসলাম। জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজি দিদার পাশা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ। রংপুর : রংপুরের বদরগঞ্জের জিতেন দত্ত মঞ্চে উপজেলা এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে অতিথি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক প্রমুখ।

কিশোরগঞ্জ : জেলার প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে গতকাল স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের মুক্তির সোপানে বিশাল শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, নারী নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিমল কুমার দাস প্রমুখ। এ ছাড়া জেলার তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী, কাজিপুর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম : জেলার প্রতিটি উপজেলা-ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন, মুহাম্মদ ইদ্রিসসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ।

কুমিল্লা : জেলার প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দেবিদ্বার উপজেলার সুলতানপুর ও ভানী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভানী ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূইয়া, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির প্রমুখ বক্তৃতা করেন। এ ছাড়া বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, গাইবান্ধা, বগুড়া, সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, পাবনা, ময়মনসিংহ, গাজীপুর, হবিগঞ্জ, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকার সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, ধামরাই, নারায়ণগঞ্জ, নীলফামারী, চাঁদপুর, ভোলাসহ প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর