রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সরকারের ডানা ছোট হয়ে আসছে : মান্না

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময় ফুরিয়ে আসছে। ছোট হয়ে আসছে সরকারের ‘ডানা’, ঠান্ডা হয়ে আসছে ‘হাত-পা’। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একই কর্মসূচি পালন করে সরকারবিরোধী নতুন এই মোর্চা। বেলা সাড়ে ১১টায় মঞ্চের নেতা-কর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা বেলা সাড়ে ১২টায় পদযাত্রা শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে বেলা দেড়টায় পদযাত্রা শেষ করে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ূম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আহ্বায়ক রাশেদ খান, মনির উদ্দিন পাপ্পু। মান্না বলেন, আমেরিকা কী কী বলেছে, আপনারা জানেন। এখন দেখি কানাডা বলে, জাপান বলে। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমি তো দুনিয়ার কোথাও শুনি নাই দিনের ভোট রাতে হয়ে যায়’। এখন দেখি অস্ট্রেলিয়া বলছে। বাংলাদেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন করা হয়, তাদের লিখতে দেওয়া হয় না, ছবি ছাপতে দেওয়া হয় না, সত্য কথা বলতে দেওয়া হয় না- এ কাজ বন্ধ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কিন্তু চালের দাম বৃদ্ধি করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করে, শিক্ষাব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করাকে কোনো উন্নয়ন বলা যায় না।

সর্বশেষ খবর