শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পরিষ্কার বার্তা মার্কিন কূটনীতিকের : খসরু

নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলের বাংলাদেশ সফর সম্পর্কে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মার্কিন কূটনীতিক এই সরকারের সঙ্গে কথা বলে পরিষ্কার বার্তা দিয়ে গেছেন। তিনি (শোলে) উল্লেখ করেছেন, যে দেশে গণতন্ত্র নিম্নগামী থাকবে ও নিচের দিকে চলে যাবে- তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কও নিম্নগামী হবে, সহযোগিতা কমে আসবে।’ গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন। তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। মার্কিন কূটনীতিকের এক বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘তিনি মানবাধিকার প্রশ্নে কোনো আপস নাই বলেছেন। এও বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো গণতন্ত্র চলতে পারে না। এই কথাগুলো তিনি ঢাকায় বসে বলেছেন। একটা দেশের জন্য এটা কতটা অপমানকর!’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তাদের পকেটে চলে গেছে। এজন্য বাংলাদেশের মানুষ যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তেমনি বিশ্ববাসী, বিশ্ববিবেক প্রতিবাদ করছে। এই প্রতিবাদ বাংলাদেশে যেমন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বিশ্ববাসীও জোর করে ক্ষমতায় যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছে।’ রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে কথা বলতে বিএনপির কোনো আগ্রহ নেই। যারা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন, তারা নিজেরাই অবৈধ। কারণ, বর্তমান সরকার নির্বাচিত নয়। এখন সরকার পতনই বিএনপির মূল লক্ষ্য।’

সর্বশেষ খবর