রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে বিনিয়োগে লাভ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগে লাভ

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বিজনেস সামিটের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে। আগে বাংলাদেশে এত অবকাঠামো ছিল না। এখন সব ধরনের অবকাঠামো তৈরি হয়েছে। বাংলাদেশে যারা বিনিয়োগ করছে তারাই লাভবান হচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, হাবীব উল্লাহ ডন, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিজনেস সামিটের প্রধান কারিগরি উপদেষ্টা ড. এম. মাশরুর রিয়াজ, এফবিসিসিআই পরিচালকবৃন্দ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ। জসিম উদ্দিন বলেন, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই) ৫০ বছরপূর্তি উপলক্ষে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ শুরু হচ্ছে ১১-১৩ মার্চ। এ উপলক্ষে ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো-২০২৩’ এবং ‘বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করতে সামিট বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, এ সামিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। দেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে এই আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে। এফবিসিসিআই সভাপতি জানান, দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতিনির্ধারকদের নিয়ে অনুষ্ঠিত হবে তিনটি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, বিটুবি মিটিং, নেটওয়ার্কিং সেশন প্রভৃতি। এ আন্তর্জাতিক সম্মেলনে ১২ থেকে ১৫টি দেশের মন্ত্রী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সামিটে সিএনএনের বিজনেস এডিটর-অ্যাট-লার্জ রিচার্ড কোয়েস্টের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে ব্যবসায়ীসহ আগ্রহীদের https://bdbusinesssummit.com/ ওয়েবসাইটে নিবন্ধন করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর