মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঝটিকা সফরে ইউক্রেনে বাইডেন

প্রতিদিন ডেস্ক

ঝটিকা সফরে ইউক্রেনে বাইডেন

হঠাৎ করেই গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। রুশ সামরিক অভিযানের এক বছর পর তিনি এ সফর করলেন। পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আরও সমরাস্ত্র সহায়তা দেওয়ার আশ্বাস দিতেই তিনি কিয়েভ যান। সূত্র : আলজাজিরা, রয়টার্স। খবরে বলা হয়, বাইডেন কিয়েভে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মিখাইলোভস্কি গির্জায় সাক্ষাৎ করেন। ইউক্রেনের সংবাদমাধ্যমগুলো এই সাক্ষাতের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় প্রেসিডেন্ট বাইডেন এবং জেলেনস্কি পাশাপাশি হাঁটছেন; তাদের সঙ্গে রয়েছে নিরাপত্তা প্রহরী। সফর সম্পর্কে জো বাইডেন গণমাধ্যমকে বলেন, ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করার জন্যই তিনি এই সাক্ষাৎকারে মিলিত হন। তিনি জানান, ইউক্রেনকে নতুন ধরনের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা ঘোষণা করবেন- যার মধ্যে থাকবে আর্টিলারি গোলা, ট্যাংক বিধ্বংসী ব্যবস্থা এবং রাডার। এ ছাড়া চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়ার বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলেও বাইডেন অঙ্গীকার করেন। তিনি ভলোদিমির জেলেনস্কিকে প্রতিশ্রুতি দেন, যত দিন সময় লাগবে ওয়াশিংটন ইউক্রেনের পাশে থাকবে। খবরে আরও বলা হয়, বাইডেনের কিয়েভ সফরের সময় ইউক্রেনের রাজধানীজুড়ে সাইরেন বাজানো হয়। যদিও রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর