বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

টাইগাররা খেলবে আক্রমণাত্মক

মেজবাহ্-উল-হক

টাইগাররা খেলবে আক্রমণাত্মক

প্রথম ওয়ানডে আজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ঘরের মাঠে টানা অষ্টম সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামছেন টাইগাররা। ২০১৬ সালের হোম ভেন্যুতে কোনো ওয়ানডে সিরিজ হারেনি টিম বাংলাদেশ। লাল-সবুজদের সব শেষ শিকার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ভারত। এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামছেন টাইগাররা। কোচ চন্ডিকা হাতুরাসিংহের দ্বিতীয় মিশন। তাই জয় দিয়ে শুরু করতে চান টাইগার গুরু। ইংল্যান্ড যতই বিশ্ব চ্যাম্পিয়ন হোক না কেন সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ খেলার কথা বলেছেন হাতুরাসিংহে, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। সবাই কঠোর পরিশ্রম করেছেন। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা জয় দিয়েই শুরু করতে চাই। আমরা প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলব।’ বাংলাদেশের মাঠ এবং ফরম্যাটটি ওয়ানডে বলেই খানিকটা ভয় পাচ্ছেন ইংলিশরাও। সফরকারী দলের প্রতিনিধি হিসেবে গতকাল প্রেস কনফারেন্সে এসেছিলেন মঈন আলী। তাকে প্রশ্ন করা হয়েছিল, এই ম্যাচে বাংলাদেশই ফেবারিট? উত্তরে ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার বলেন, ‘কারা ফেবারিট তাতে কিছু যায় আসে না। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে বেশ ভালো হতে পারে। আমরা জানি, তারা কেমন হুমকি তৈরি করতে পারে। তবে আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন। এর আগেও ভালো করেছি।’

পরিসংখ্যানের বিচারে ঘরের মাঠে বাংলাদেশ যতটা উজ্জ্বল, অন্যদিকে ইংলিশদের সাম্প্রতিক পারফরম্যান্স ততটাই হতাশার। সব শেষ ১২ ম্যাচের মধ্যে তারা হেরেছে ৮টিতেই। এ জন্য অবশ্য ঠাসা সূচিকেই দায়ী করছেন মঈন। টানা খেলার মধ্যে থাকায় নিয়মিত সেরা দল পায়নি ইংল্যান্ড। তবে আজকের ম্যাচের দল নিয়ে সন্তুষ্ট মঈন, ‘এটা ঠিক যে, কিছুদিন ধরেই আমরা সেরা দলটা পাচ্ছি না। তবে এবার (মার্ক) উড আছে, জফরা (আর্চার) এসেছে। উইল জ্যাকসও নতুন এসেছে। দলটা রোমাঞ্চকর। তাই সিরিজ শেষের আগ পর্যন্ত কে ফেবারিট তাতে কিছু যায় আসে না।’ পেস আক্রমণের কথা চিন্তা বেশ এগিয়েই থাকবে সফরকারীরা। তাদের দলে কয়েকজন বিশ্বমানের পেস বোলার। বাংলাদেশের প্রধান ভরসা স্পিন। দলে আছেন কোচ হাতুরাসিংহের স্পিন ত্রিফলা- সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তাই প্রতিপক্ষকে যে বাংলাদেশ স্পিন আক্রমণ দিয়েই বাজিমাত করতে চাইবে তা তো বলার অপেক্ষা রাখে না।

সর্বশেষ খবর