বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মালানের কাছেই হার

মেজবাহ্-উল-হক

মালানের কাছেই হার

ইংল্যান্ডের ব্যাটসম্যানের বিরুদ্ধে আউটের আবেদন -রোহেত রাজীব

টার্গেট মাত্র ২১০। তারপরও ইংল্যান্ডের ভিত কেঁপে উঠেছিল। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে ক্যারিশম্যাটিক এক সেঞ্চুরি করে জয় এনে দিলেন ডেভিড মালান। ৩ উইকেটে পাওয়া এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় পিছিয়ে পড়ল বাংলাদেশ। তবে সিরিজ এখনো হাত ছাড়া হয়ে যায়নি। ঘরের মাঠে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে। ডেভিড মালান খেলেন অপরাজিত ১১৪ রানের ইনিংস। গতকাল ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২০৯ রানেই অলআউট বাংলাদেশ। তবে টার্গেট খুব সহজ মনে হলেও উইকেট দেখে বোঝা যাচ্ছিল এই বাধা খুব সহজেই পার হতে পারবে না বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ঠিকই ইংলিশদের বিপদে ফেলেছিল। কিন্তু স্রোতের বিপরীতে যেন একাই লড়াই করে গেলেন মালান। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই তিনি মাঠ ছাড়েন।

গতকাল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। উইকেটে থীতু হওয়ার পরও উইকেট বিলিয়ে দিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন টাইগার ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রেখে যেন একাই লড়াই করে যান শান্ত। খেলেছেন ৫৮ রানের দারুণ এক ইনিংস। ওয়ানডেতে এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। শান্ত ছাড়া অন্য ব্যাটারদের মধ্যে তামিম ইকবাল ২৩, লিটন দাস ৭, মুশফিকুর রহিম ১৬, সাকিব আল হাসান ৮, মাহমুদুল্লাহ রিয়াদ ৩১, আফিফ হোসেন ৯, মেহেদী মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০ রান। এ ছাড়া অতিরিক্ত ২৬ রান মিলিয়ে বাংলাদেশের স্কোর ২০৯। ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি দলীয় স্কোর মালিকই ইংল্যান্ড- ৪৯৮, ৪৮১ এবং ৪৪৪ রান। চারশর উপরে আরও দুটি দলীয় স্কোর আছে ইংলিশদের। সেই দলের সামনে কি ২১০ কোনো বড় টার্গেট? তারপরও গতকাল ইংল্যান্ডকে ম্যাচের ৪৯ ওভার পর্যন্ত খেলতে হয় বাংলাদেশের বোলারদের দৃঢ়তায়। ৫০ ওভারের ম্যাচে মাত্র ২১০ রান করতেই ৭ উইকেট হারাতে হয় সফরকারীদের। তবে ক্যাচ মিস আর রান আউটের সুযোগ হাতছাড়া না হলে হয়তো এই ম্যাচেও হাসতে পারত স্বাগতিকরা। তবে এই হারে ব্যাটসম্যানদের দায় দিচ্ছেন ক্যাপ্টেন তামিম ইকবাল। ম্যাচ শেষে বলেন, ‘আমাদের ৩০-৩৫ রান কম হয়েছে। এটি ২৫০ রানের উইকেট ছিল। আমাদের বোলাররা খুবই ভালো করেছেন। ম্যাচ হারলেও বোলাররা প্রশংসা পাওয়ার যোগ্য।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর