পরিবারের একমাত্র উপার্জনকারী ফরিদ এখন আর নেই। এটা বিশ্বাসই করতে পারছেন না তার সহধর্মিণী রাশেদা আক্তার। সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে তিনি ছুটে এসেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের বাতাসে তখনই শুরু হয়েছে স্বজনদের আহাজারি। চোখের কোণের নোনা জ্বলে বন্যা বয়ে চলছে রাশেদা আক্তারের। মুহূর্তেই নীরবতা ভেঙে হাউমাউ করে কাঁদতে লাগলেন, ‘আঁই এহন হন্ডে যাইয়ুম, হন্ডে থাইক্কম তিন্ন মেয়ে লই। এ আল্লাহ কি দোষ গরগি আঁর জামাইরে লই গেইয়ু গু, আঁর অবুঝ পোয়াছা চাইবু হনে’ (আমি এখন কোথায় যাব, কোথায় থাকব তিন মেয়ে নিয়ে। ও আল্লাহ কি অপরাধ করছি আমার স্বামীকে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে, আমার অবুঝ সন্তানদের এখন কে দেখাশোনা করবে)। গতকাল সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বোতল বিস্ফোরণে নিহত হয়েছেন কারখানার বাসের হেলপার মো. ফরিদ। তিনি উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। রাশেদা আক্তারের ভাষ্য অনুযায়ী তাদের ৩ কন্যা সন্তান রয়েছে। ফরিদই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। বাংলাবাজার এলাকায় তারা একটি ভাড়া বাসায় থাকেন। এখন ৩ সন্তানকে নিয়ে কীভাবে জীবন যুদ্ধে টিকে থাকবেন- তা ভেবে চোখে অন্ধকার দেখছেন ফরিদ পত্নী রাশেদা আক্তার। এদিকে সীমা অক্সিজেন প্ল্যান্টে বোতল বিস্ফোরণ গিয়ে পড়েছে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরের কদমরসুল বাজারের একটি দোকানে। বিস্ফোরিত একটি অংশ পড়ে নিহত হয়েছেন শামসুল আলম (৬৫) নামে একজন। শামসুল আলমের মেয়ের জামাই মো. সালাউদ্দিন জানান, শামসুল আলম জায়গা জমির ব্রোকার ছিলেন। প্রতিদিন আছরের সময়ে তার বন্ধুর দোকানে গিয়ে তিনি পত্রিকা পড়তেন এবং বন্ধুর সঙ্গে আড্ডা দিতেন। তিনি বলেন, ‘বাসায় থাকার সময় বিস্ফোরণের শব্দ শুনি। দরজায় গিয়ে দেখি দরজার হুক ভেঙে সব এলোমেলো হয়ে গেছে। এ সময় বাজার থেকে কল আসে- বিস্ফোরণে আমার শ্বশুর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘শামসুল আলম তিন মেয়ে ও এক ছেলের জনক।’ তিন মেয়ে বিবাহিত ও ছেলে মতিউর রহমান রাসেল এমবিএ অধ্যায়নরত।
শিরোনাম
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
আঁই এহন হন্ডে যাইয়ুম
ইমরান এমি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর