পরিবারের একমাত্র উপার্জনকারী ফরিদ এখন আর নেই। এটা বিশ্বাসই করতে পারছেন না তার সহধর্মিণী রাশেদা আক্তার। সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে তিনি ছুটে এসেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের বাতাসে তখনই শুরু হয়েছে স্বজনদের আহাজারি। চোখের কোণের নোনা জ্বলে বন্যা বয়ে চলছে রাশেদা আক্তারের। মুহূর্তেই নীরবতা ভেঙে হাউমাউ করে কাঁদতে লাগলেন, ‘আঁই এহন হন্ডে যাইয়ুম, হন্ডে থাইক্কম তিন্ন মেয়ে লই। এ আল্লাহ কি দোষ গরগি আঁর জামাইরে লই গেইয়ু গু, আঁর অবুঝ পোয়াছা চাইবু হনে’ (আমি এখন কোথায় যাব, কোথায় থাকব তিন মেয়ে নিয়ে। ও আল্লাহ কি অপরাধ করছি আমার স্বামীকে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে, আমার অবুঝ সন্তানদের এখন কে দেখাশোনা করবে)। গতকাল সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বোতল বিস্ফোরণে নিহত হয়েছেন কারখানার বাসের হেলপার মো. ফরিদ। তিনি উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। রাশেদা আক্তারের ভাষ্য অনুযায়ী তাদের ৩ কন্যা সন্তান রয়েছে। ফরিদই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। বাংলাবাজার এলাকায় তারা একটি ভাড়া বাসায় থাকেন। এখন ৩ সন্তানকে নিয়ে কীভাবে জীবন যুদ্ধে টিকে থাকবেন- তা ভেবে চোখে অন্ধকার দেখছেন ফরিদ পত্নী রাশেদা আক্তার। এদিকে সীমা অক্সিজেন প্ল্যান্টে বোতল বিস্ফোরণ গিয়ে পড়েছে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরের কদমরসুল বাজারের একটি দোকানে। বিস্ফোরিত একটি অংশ পড়ে নিহত হয়েছেন শামসুল আলম (৬৫) নামে একজন। শামসুল আলমের মেয়ের জামাই মো. সালাউদ্দিন জানান, শামসুল আলম জায়গা জমির ব্রোকার ছিলেন। প্রতিদিন আছরের সময়ে তার বন্ধুর দোকানে গিয়ে তিনি পত্রিকা পড়তেন এবং বন্ধুর সঙ্গে আড্ডা দিতেন। তিনি বলেন, ‘বাসায় থাকার সময় বিস্ফোরণের শব্দ শুনি। দরজায় গিয়ে দেখি দরজার হুক ভেঙে সব এলোমেলো হয়ে গেছে। এ সময় বাজার থেকে কল আসে- বিস্ফোরণে আমার শ্বশুর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘শামসুল আলম তিন মেয়ে ও এক ছেলের জনক।’ তিন মেয়ে বিবাহিত ও ছেলে মতিউর রহমান রাসেল এমবিএ অধ্যায়নরত।
শিরোনাম
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আঁই এহন হন্ডে যাইয়ুম
ইমরান এমি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর