রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা নারীদের কথা শুনলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা নারীদের কথা শুনলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান ঢাকায় এসেছেন। তিন দিনের সফরে তিনি ব্যস্ত সময় পার করছেন। গতকাল কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তাঁর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। তারা উখিয়ার তিনটি ক্যাম্প পরিদর্শন করেন।

তাঁরা ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টায় কক্সবাজার পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। সেখান থেকে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা উখিয়ায় পৌঁছান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ট্রিভেলিয়ানের ব্যক্তিগত সহকারী শাওমা মহাপাত্র, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তাঁরা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন ছাড়াও তাঁরা ক্যাম্পে বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।’ সফরকালে অ্যান মারি ট্রিভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করবেন। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান মারি ট্রিভেলিয়ান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা, বাণিজ্য ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন। সফরে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নাগরিক সমাজ, মানবিক সহায়তাদানে যুক্ত ব্যক্তি, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। খসড়া সূচি অনুযায়ী কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি আলোচনায় অংশ নেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় নতুন দায়িত্ব পাওয়ার আগে অ্যান মারি ব্রিটেনের যোগাযোগ বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী।

সর্বশেষ খবর