শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দেশের কোথাও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাসী নয়। বিগত ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে আগে তা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রমাণিত হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঢোকানো হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল এবং নতুন করে সুষ্ঠুভাবে এ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ এমন একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে যে, আইনজীবীদের একটি সমিতির নির্বাচনেও পুলিশের পাশাপাশি বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়। এটা বড় লজ্জার বিষয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ছিল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশবাসী লক্ষ্য করেছেন, দেশের অন্য সব নির্বাচনের মতো সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির নির্বাচনেও আওয়ামী লীগের যে রাজনৈতিক চরিত্র, তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। আইনগতভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হলেও, নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর