সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

রোজায় এবার অধিকাংশ ব্যবসায়ী বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তবে এর পরও কিছু কিছু অসাধু ব্যবসায়ী যে থাকবে না, সেই নিশ্চয়তা দেওয়া যায় না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসে থাকবে না। সেভাবেই বলে  দেওয়া হয়েছে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, রোজার প্রথম দিকে অধিক হারে কেনাকাটা করে মজুদ করেন ভোক্তারা। এতে অনেক সময় সাময়িক দাম  বেড়ে যায়। পুরনো অভ্যাসবশবত এমন কেনাকাটা না করলে দাম বাড়বে না। এমনকি ব্যবসায়ীদের প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কিছু পণ্যের দাম রোজায় কমতেও পারে। বিশেষ করে রোজার প্রথম সপ্তাহে চিনির দাম কমতে পারে বলে আভাস দেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, রোজায় বেগুন, টমেটো, শসা ও মুরগির চাহিদা বাড়ে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, এসব শাকসবজি নিয়ে যেসব গাড়ি আসবে  সেগুলো পথে যাতে কোথাও চাঁদাবাজির কবলে না পড়ে। আমরা অত্যন্ত শক্তভাবে এটা পর্যবেক্ষণ করব। খাদ্যসামগ্রী নিয়ে আসা ট্রাক হাইওয়েতে  কোথাও কেউ থামাতে পারবে না। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ফয়জুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর