সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আমজাদের এক হাজার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের হাজার কোটি টাকা মেরে দিয়ে আমেরিকায় পালিয়ে যাওয়া সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস, এম  আমজাদ হোসেনের দেশের বিভিন্ন ব্যাংকে থাকা এক হাজার হিসাব জব্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান জানান, জাল কাগজে ব্যাংকের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে এস এম আমজাদকে আসামি করে তিনটি মামলা করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তিনিসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে কমিশনে দাখিল করা হয়েছে। কমিশনের অনুমোদন পাওয়া মাত্রই আদালতে চার্জশিট দাখিল করা হবে। তদন্তকারী সূত্র জানায়, সাউথ বাংলা ব্যাংকের বিজয়নগর শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. সরফুদ্দিনের সহযোগিতায় আল-আমিন করপোরেশনের নাম ব্যবহার করে ১৬ কোটি ৪০ লাখ টাকা তুলে নিয়েছেন এস এম আমজাদ হোসেন। এই ঋণ অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়নি। তবে প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় লিমিট অথরাইজেশন করা হয়। এ ছাড়াও একই শাখা থেকে লকপুর গ্রুপের কর্মচারী একেএম আসিফ উদ্দিনের নামে খোলা রাফি-মাহি করপোরেশনের নাম ব্যবহার করে ১২ কোটি টাকা তুলে নিয়েছেন আমজাদ হোসেন। আসিফ উদ্দিন তার শ্যালকের ভিডিওর দোকানের ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স করে ব্যাংকে জমা দেন।

সর্বশেষ খবর