দুবাইয়ে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম গ্রেফতার হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আরাভ আসলে গ্রেফতার হয়েছেন কি না কিংবা এ ব্যাপারে বাংলাদেশ পুলিশের কাছে কী ধরনের তথ্য আছে জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আরাভ গ্রেফতার হয়েছেন এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। গতকাল রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি হিসেবে রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারি হয়েছে। ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গেছেন। তাকে ফিরিয়ে আনতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি।
অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ইউনাইটেড ন্যাশন্স অফিসার অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) যৌথ উদ্যোগে প্রজেক্ট ইনসেপশন অ্যান্ড ব্রিফিং মিটিংয়ের আয়োজন করা হয়। এটিইউ প্রধান ও অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস ও সম্মানিত অতিথি হিসেবে ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি মারকো টেক্সিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এটিইউ ডিআইজি (অপারেশন্স) মো. মনিরুজ্জমান এবং ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য দেন এটিইউ ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদ।