বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেখানে থেমেছিলেন সাকিব, লিটনরা, নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সেখান থেকে শুরু করতে চাইছেন তারা। টাইগাররা বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছিল মিরপুরে। এবার আইরিশ বধের মিশনের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তিন ম্যাচের টি-২০ সিরিজ বন্দর নগরীতে শুরু হচ্ছে আজ। রমজান মাস বলে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হচ্ছে দিনের আলোয়। যদিও শেষ বেলায় আলো কমে এলে ফ্লাডলাইটের প্রয়োজন হয়। তারপরও ম্যাচ তিনটির সময় দিনের ঝকঝকে আলোয়। খেলা শুরু হবে দুপুর ২টায়। পরের দুই টি-২০ ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের মে মাসে। চার ম্যাচের সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয় করোনাভাইরাসের জন্য। ওই স্ক্যাজুয়ালে কোনো টেস্ট ম্যাচ ছিল না। এবার সিরিজে একটি টেস্ট যোগ হয়েছে। ফলে একটি টি-২০ ম্যাচ কমে গেছে সিরিজে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তামিম বাহিনী জিতেছে ২-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। যদিও ম্যাচটিতে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে নিজেদের ৪০৯ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ দলগত ৬ উইকেটে ৩৪৯ রানের ইনিংস খেলে। এই ম্যাচেই মুশফিক তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয়টি যে কোনো দলের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। প্রথম ওয়ানডেতে সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। শেষ ওয়ানডেতে ১০ উইকেটের জয় টাইগারদের সবচেয়ে বড় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের ওয়ানডে সিরিজে হারায়। টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলতে নামছে সাকিব বাহিনী। দলটিতে নতুন দুই মুখ লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক জাকের আলী অনিক। আজ অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদের। এই সিরিজ নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেন, ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলব।’ আইরিশ কোচ আইনরিখ মালান সিরিজ জেতার জন্য খেলবেন। বলেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই।’ দুই দল এখন পর্যন্ত টি-২০ খেলেছে ৫টি। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ১টি এবং একটি পরিত্যক্ত।
শিরোনাম
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন