বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেখানে থেমেছিলেন সাকিব, লিটনরা, নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সেখান থেকে শুরু করতে চাইছেন তারা। টাইগাররা বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছিল মিরপুরে। এবার আইরিশ বধের মিশনের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তিন ম্যাচের টি-২০ সিরিজ বন্দর নগরীতে শুরু হচ্ছে আজ। রমজান মাস বলে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হচ্ছে দিনের আলোয়। যদিও শেষ বেলায় আলো কমে এলে ফ্লাডলাইটের প্রয়োজন হয়। তারপরও ম্যাচ তিনটির সময় দিনের ঝকঝকে আলোয়। খেলা শুরু হবে দুপুর ২টায়। পরের দুই টি-২০ ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের মে মাসে। চার ম্যাচের সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয় করোনাভাইরাসের জন্য। ওই স্ক্যাজুয়ালে কোনো টেস্ট ম্যাচ ছিল না। এবার সিরিজে একটি টেস্ট যোগ হয়েছে। ফলে একটি টি-২০ ম্যাচ কমে গেছে সিরিজে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তামিম বাহিনী জিতেছে ২-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। যদিও ম্যাচটিতে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে নিজেদের ৪০৯ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ দলগত ৬ উইকেটে ৩৪৯ রানের ইনিংস খেলে। এই ম্যাচেই মুশফিক তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয়টি যে কোনো দলের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। প্রথম ওয়ানডেতে সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। শেষ ওয়ানডেতে ১০ উইকেটের জয় টাইগারদের সবচেয়ে বড় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের ওয়ানডে সিরিজে হারায়। টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলতে নামছে সাকিব বাহিনী। দলটিতে নতুন দুই মুখ লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক জাকের আলী অনিক। আজ অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদের। এই সিরিজ নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেন, ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলব।’ আইরিশ কোচ আইনরিখ মালান সিরিজ জেতার জন্য খেলবেন। বলেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই।’ দুই দল এখন পর্যন্ত টি-২০ খেলেছে ৫টি। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ১টি এবং একটি পরিত্যক্ত।
শিরোনাম
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
আইরিশ বধের মিশন
বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর