বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেখানে থেমেছিলেন সাকিব, লিটনরা, নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সেখান থেকে শুরু করতে চাইছেন তারা। টাইগাররা বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছিল মিরপুরে। এবার আইরিশ বধের মিশনের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তিন ম্যাচের টি-২০ সিরিজ বন্দর নগরীতে শুরু হচ্ছে আজ। রমজান মাস বলে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হচ্ছে দিনের আলোয়। যদিও শেষ বেলায় আলো কমে এলে ফ্লাডলাইটের প্রয়োজন হয়। তারপরও ম্যাচ তিনটির সময় দিনের ঝকঝকে আলোয়। খেলা শুরু হবে দুপুর ২টায়। পরের দুই টি-২০ ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের মে মাসে। চার ম্যাচের সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয় করোনাভাইরাসের জন্য। ওই স্ক্যাজুয়ালে কোনো টেস্ট ম্যাচ ছিল না। এবার সিরিজে একটি টেস্ট যোগ হয়েছে। ফলে একটি টি-২০ ম্যাচ কমে গেছে সিরিজে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তামিম বাহিনী জিতেছে ২-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। যদিও ম্যাচটিতে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে নিজেদের ৪০৯ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ দলগত ৬ উইকেটে ৩৪৯ রানের ইনিংস খেলে। এই ম্যাচেই মুশফিক তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয়টি যে কোনো দলের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। প্রথম ওয়ানডেতে সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। শেষ ওয়ানডেতে ১০ উইকেটের জয় টাইগারদের সবচেয়ে বড় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের ওয়ানডে সিরিজে হারায়। টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলতে নামছে সাকিব বাহিনী। দলটিতে নতুন দুই মুখ লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক জাকের আলী অনিক। আজ অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদের। এই সিরিজ নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেন, ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলব।’ আইরিশ কোচ আইনরিখ মালান সিরিজ জেতার জন্য খেলবেন। বলেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই।’ দুই দল এখন পর্যন্ত টি-২০ খেলেছে ৫টি। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ১টি এবং একটি পরিত্যক্ত।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
আইরিশ বধের মিশন
বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর