বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেখানে থেমেছিলেন সাকিব, লিটনরা, নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সেখান থেকে শুরু করতে চাইছেন তারা। টাইগাররা বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছিল মিরপুরে। এবার আইরিশ বধের মিশনের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তিন ম্যাচের টি-২০ সিরিজ বন্দর নগরীতে শুরু হচ্ছে আজ। রমজান মাস বলে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হচ্ছে দিনের আলোয়। যদিও শেষ বেলায় আলো কমে এলে ফ্লাডলাইটের প্রয়োজন হয়। তারপরও ম্যাচ তিনটির সময় দিনের ঝকঝকে আলোয়। খেলা শুরু হবে দুপুর ২টায়। পরের দুই টি-২০ ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের মে মাসে। চার ম্যাচের সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয় করোনাভাইরাসের জন্য। ওই স্ক্যাজুয়ালে কোনো টেস্ট ম্যাচ ছিল না। এবার সিরিজে একটি টেস্ট যোগ হয়েছে। ফলে একটি টি-২০ ম্যাচ কমে গেছে সিরিজে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তামিম বাহিনী জিতেছে ২-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। যদিও ম্যাচটিতে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে নিজেদের ৪০৯ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ দলগত ৬ উইকেটে ৩৪৯ রানের ইনিংস খেলে। এই ম্যাচেই মুশফিক তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয়টি যে কোনো দলের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। প্রথম ওয়ানডেতে সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। শেষ ওয়ানডেতে ১০ উইকেটের জয় টাইগারদের সবচেয়ে বড় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের ওয়ানডে সিরিজে হারায়। টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলতে নামছে সাকিব বাহিনী। দলটিতে নতুন দুই মুখ লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক জাকের আলী অনিক। আজ অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদের। এই সিরিজ নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেন, ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলব।’ আইরিশ কোচ আইনরিখ মালান সিরিজ জেতার জন্য খেলবেন। বলেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই।’ দুই দল এখন পর্যন্ত টি-২০ খেলেছে ৫টি। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ১টি এবং একটি পরিত্যক্ত।
শিরোনাম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
আইরিশ বধের মিশন
বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর