বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেখানে থেমেছিলেন সাকিব, লিটনরা, নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সেখান থেকে শুরু করতে চাইছেন তারা। টাইগাররা বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছিল মিরপুরে। এবার আইরিশ বধের মিশনের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তিন ম্যাচের টি-২০ সিরিজ বন্দর নগরীতে শুরু হচ্ছে আজ। রমজান মাস বলে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হচ্ছে দিনের আলোয়। যদিও শেষ বেলায় আলো কমে এলে ফ্লাডলাইটের প্রয়োজন হয়। তারপরও ম্যাচ তিনটির সময় দিনের ঝকঝকে আলোয়। খেলা শুরু হবে দুপুর ২টায়। পরের দুই টি-২০ ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের মে মাসে। চার ম্যাচের সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয় করোনাভাইরাসের জন্য। ওই স্ক্যাজুয়ালে কোনো টেস্ট ম্যাচ ছিল না। এবার সিরিজে একটি টেস্ট যোগ হয়েছে। ফলে একটি টি-২০ ম্যাচ কমে গেছে সিরিজে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তামিম বাহিনী জিতেছে ২-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। যদিও ম্যাচটিতে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে নিজেদের ৪০৯ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ দলগত ৬ উইকেটে ৩৪৯ রানের ইনিংস খেলে। এই ম্যাচেই মুশফিক তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয়টি যে কোনো দলের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। প্রথম ওয়ানডেতে সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। শেষ ওয়ানডেতে ১০ উইকেটের জয় টাইগারদের সবচেয়ে বড় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের ওয়ানডে সিরিজে হারায়। টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলতে নামছে সাকিব বাহিনী। দলটিতে নতুন দুই মুখ লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক জাকের আলী অনিক। আজ অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদের। এই সিরিজ নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেন, ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলব।’ আইরিশ কোচ আইনরিখ মালান সিরিজ জেতার জন্য খেলবেন। বলেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই।’ দুই দল এখন পর্যন্ত টি-২০ খেলেছে ৫টি। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ১টি এবং একটি পরিত্যক্ত।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
আইরিশ বধের মিশন
বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর