মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে উন্মোচিত বাংলাদেশ স্ট্রিট

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে উন্মোচিত বাংলাদেশ স্ট্রিট

স্বাধীনতা দিবসে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’-এর নামফলক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে ২৬ মার্চ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের সময় কংগ্রেসওম্যান গ্রেস মেং সবাইকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই জানি নিউইয়র্ক সিটিতে সর্বাধিকসংখ্যক বাংলাদেশি বসতি গড়েছেন। আজ আমরা সমবেত    হয়েছি অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে একটি গর্বিত রাষ্ট্র, যেখানে বর্ণবিদ্বেষের লেশমাত্র নেই, মানবিকতার সংস্কৃতি, অর্থনীতির প্রসার ঘটছে এবং উজ্জ্বল একটি ভবিষ্যতের পথে হাঁটছে। উল্লেখ্য, দুই দশকেরও অধিক সময় বাংলাদেশি বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ৭৩ স্ট্রিটের নামকরণ বাংলাদেশ এভিনিউ অথবা বাংলাদেশ স্ট্রিট করার দাবি জানানো হচ্ছিল। সর্বশেষ গত বছর বৈশাখী মেলায় জেবিবিএ কর্মকর্তা ফাহাদ সোলায়মানের আহ্বানে সাড়া দিয়ে এলাকার সিটি কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান অঙ্গীকার করেছিলেন দাবিটি পূরণের। সেই ধারাবাহিকতায় সিটি কাউন্সিলে শেকর কৃষ্ণান ৭৩ স্ট্রিটের নতুন নাম ‘বাংলাদেশ স্ট্রিট’র প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতভাবে পাস হয়। এই নামফলকই উন্মোচন করা হয় বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবসে।

সর্বশেষ খবর