সাকিব, তামিম, মুশফিকরা গত বছর শুরু করেছিলেন দারুণ এক টেস্ট জয়ে। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও বছরটা ভালো যায়নি টাইগারদের। গোটা বছরে মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের পর একটি টেস্ট ড্র করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। চলতি বছরে ওয়ানডে ও টি-২০ খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি বছরের প্রথম টেস্ট খেলল। মিরপুর টেস্টের দুই দিন শেষ। ম্যাচের যে চিত্র দ্বিতীয় দিন শেষে, তাতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। আজ তৃতীয় দিন সফরকারী আয়ারল্যান্ড খেলতে নামবে হাতে ৬ উইকেট নিয়ে। ইনিংস হার এড়াতে দরকার আরও ১২৮ রান। দিনটি উজ্জ্ব¦ল ছিল দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। ছন্দে থাকা মুশফিক সেঞ্চুরি করেছেন। ১২৬ রানের ইনিংসটি খেলেন ১৬৬ বলে ১৫ চার ও ১ ছক্কায়। সাকিব ৮৭ রানের ইনিংস খেলেন ৮৪ বলে। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ৫৫ রান করেন ৮০ বলে এবং লিটন দাস ৪১ বলে ৪৩ রান করেন। ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টেস্ট খেলতে নামে সাকিব বাহিনী। টেস্টের প্রথম দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগাররা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। মুশফিকের ৮৫ টেস্ট ক্যারিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি ও সাকিবের ৮৭ রানে ভর করে ৩৬৯ রান করে টাইগাররা। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ১১৮ রানের খরচে ৬ উইকেট নেন। ১৫৫ রানে পিছিয়ে থেকে আইরিশরা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই সাকিব ও তাইজুলের ঘূর্ণিতে বিপাকে পড়ে। ২৭ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ২৭ রান তুলে দিন পার করে। ইনিংস হার এড়াতে আরও ১২৮ রান করতে হবে আইরিশদের। আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
জয়ের অপেক্ষায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর