বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় নিহত আটজনের লাশ হস্তান্তর করেছে পুলিশ। তবে এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। বান্দরবান সদর হাসপাতালে গতকাল বিকালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। স্বজনদের পক্ষে ‘বম সোশ্যাল কাউন্সিল’ (বিএসসি) সভাপতি লালজার লম বম নিহত আট জনের লাশ বুঝে নেন। রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য আটজনের লাশ ‘বম সোশ্যাল কাউন্সিল’ (বিএসসি) সভাপতির কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, কোনো পক্ষ এখনো অভিযোগ না করায় এ ঘটনায় থানায় মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। লাশ হস্তান্তরের সময় এখানে উপস্থিত বম নেতারা নিহত আটজনের লাশ শনাক্ত করেন। তারা হলেন- লাল ঠা জার বম, বয়রেম রোয়াত বম, সাংখুম বম, সান ফি থাং বম, লাল লিয়ান ঙাক বম, ভান দু বম, রম রাং থাম এবং জে হিম বম। সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় আতঙ্কিত হয়ে খামতাংপাড়া, পাইক্ষ্যংপাড়া ও আশপাশের কয়েকটি পাড়ার প্রায় আড়াইশ জন রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে এবং রুমা উপজেলা সদরের ‘বম কমিউনিটি সেন্টারে’ আশ্রয় নিয়েছেন।
রোয়াংছড়ি ও রুমা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের খাবার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং অন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।