রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি মালামাল উদ্ধারেও তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে অনন্য দৃষ্টান্ত রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবীরা। আগুন নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব বাহিনীর সদস্যদের লক্ষ্য ছিল ব্যবসায়ীদের মালামাল রক্ষা করা। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাতেও দেখা গেছে। জানা গেছে, গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে। যানজট নিয়ন্ত্রণে কাজ করে ট্রাফিক পুলিশ। উৎসুক জনতা যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাজে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সে দায়িত্ব পালন করে ডিএমপি। ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বাঁচাতে চেষ্টা চালান। অনেকে চোখের সামনে সব পুড়ে যেতে দেখে করেছেন আর্তনাদ। এরই মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় ফায়ার সার্ভিসের গাড়িতে উঠে আগুনের দিকে মুখ করে মোনাজাত করছেন, যাতে দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে এবং মালামাল উদ্ধারে এগিয়ে আসে সেনা-নৌ-বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল। এ ছাড়া র?্যাবও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। ফায়ার সার্ভিসকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। প্রস্তুত ছিল বিমানবাহিনীর হেলিকপ্টার। মোতায়েন করা হয় আনসার। আইনশৃঙ্খলা বাহিনীর এসব কর্মকা- সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ও প্রশংসা পায় সাধারণ মানুষের। সরেজমিনে দেখা গেছে, ইউনিফর্ম পরিহিত ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ। শান্ত, গৌতম, নেহাদ, পরান, উজ্জ্বল, সাকিব, গোপাল, হাবিব, রাকিবসহ একাধিক পুলিশ সদস্য মার্কেট থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কাঁধে করে কাপড়ের বস্তা নামিয়ে আনেন। তারা একদিকে বাঁশিতে ফুঁ দিয়ে জনতাকে সরিয়ে দিচ্ছেন, অন্যদিকে ব্যবসায়ীদের মালামাল নিরাপদে পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া বিজিবি, র্যাব, আনসার বাহিনীকেও বস্তায় করে মালামাল উদ্ধার করতে দেখা গেছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা রাখতে ও প্রেরণা দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ অগ্নিনির্বাপণে সহায়তা করেছে। এছাড়াও যে সম্পদের ক্ষতি হতে থাকে সেসব সম্পদ রক্ষায় পুলিশ আন্তরিকভাবে সহায়তা করেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র্যাব সদস্যরা ঘটনাস্থলে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। পাশাপাশি মাইকিং করে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করেন। দোকান থেকে মালামাল বের করে দোকান মালিকদের ক্ষয়ক্ষতি কমাতে সহযোগিতা করে র্যাব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম বলেন, ও সময় ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে আনসার সদস্যরা মার্কেটের ভিতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন। অগ্নিনির্বাপণের সময় ৫ জন আনসার সদস্য আহত হন।
শিরোনাম
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
নিউমার্কেটে আগুন
মালামাল উদ্ধারে দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর