রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি মালামাল উদ্ধারেও তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে অনন্য দৃষ্টান্ত রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবীরা। আগুন নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব বাহিনীর সদস্যদের লক্ষ্য ছিল ব্যবসায়ীদের মালামাল রক্ষা করা। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাতেও দেখা গেছে। জানা গেছে, গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে। যানজট নিয়ন্ত্রণে কাজ করে ট্রাফিক পুলিশ। উৎসুক জনতা যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাজে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সে দায়িত্ব পালন করে ডিএমপি। ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বাঁচাতে চেষ্টা চালান। অনেকে চোখের সামনে সব পুড়ে যেতে দেখে করেছেন আর্তনাদ। এরই মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় ফায়ার সার্ভিসের গাড়িতে উঠে আগুনের দিকে মুখ করে মোনাজাত করছেন, যাতে দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে এবং মালামাল উদ্ধারে এগিয়ে আসে সেনা-নৌ-বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল। এ ছাড়া র?্যাবও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। ফায়ার সার্ভিসকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। প্রস্তুত ছিল বিমানবাহিনীর হেলিকপ্টার। মোতায়েন করা হয় আনসার। আইনশৃঙ্খলা বাহিনীর এসব কর্মকা- সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ও প্রশংসা পায় সাধারণ মানুষের। সরেজমিনে দেখা গেছে, ইউনিফর্ম পরিহিত ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ। শান্ত, গৌতম, নেহাদ, পরান, উজ্জ্বল, সাকিব, গোপাল, হাবিব, রাকিবসহ একাধিক পুলিশ সদস্য মার্কেট থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কাঁধে করে কাপড়ের বস্তা নামিয়ে আনেন। তারা একদিকে বাঁশিতে ফুঁ দিয়ে জনতাকে সরিয়ে দিচ্ছেন, অন্যদিকে ব্যবসায়ীদের মালামাল নিরাপদে পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া বিজিবি, র্যাব, আনসার বাহিনীকেও বস্তায় করে মালামাল উদ্ধার করতে দেখা গেছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা রাখতে ও প্রেরণা দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ অগ্নিনির্বাপণে সহায়তা করেছে। এছাড়াও যে সম্পদের ক্ষতি হতে থাকে সেসব সম্পদ রক্ষায় পুলিশ আন্তরিকভাবে সহায়তা করেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র্যাব সদস্যরা ঘটনাস্থলে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। পাশাপাশি মাইকিং করে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করেন। দোকান থেকে মালামাল বের করে দোকান মালিকদের ক্ষয়ক্ষতি কমাতে সহযোগিতা করে র্যাব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম বলেন, ও সময় ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে আনসার সদস্যরা মার্কেটের ভিতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন। অগ্নিনির্বাপণের সময় ৫ জন আনসার সদস্য আহত হন।
শিরোনাম
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
নিউমার্কেটে আগুন
মালামাল উদ্ধারে দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা
২২ ঘণ্টা আগে | জাতীয়