শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা
লন্ডনে ব্যস্ততম দিন

ব্রিটিশ রাজার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আ স ম মাসুম, যুক্তরাজ্য

ব্রিটিশ রাজার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে ফটোসেশনে অংশগ্রহণ করেন -পিআইডি

লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রথম দিনটি ব্যস্ততম দিন হিসেবে কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট ডিলে হওয়ায় রাত ১১টা ৪৫ মিনিটে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে অভিজাত ক্লারিজ হোটেলে পৌঁছান শুক্রবার মধ্যরাত ১.৩০ মিনিটে। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এদিকে সফরের প্রথম দিনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা ও কুইন কনসর্টের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ব্রিটেন স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে বাকিংহাম প্যালেসে অনুষ্ঠানটি শুরু হয়। এদিকে প্রধানমন্ত্রী বিকালে কমনওয়েলথ দেশগুলোর সরকারের নেতাদের দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিয়েছেন। লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজা কমনওয়েলথ নেতাদের সঙ্গে সম্মেলনকক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলন। এতে সভাপতিত্ব করেছেন কমনওয়েলথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। এই সম্মেলনের আগে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে ব্রিটেন সময় ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত কুশল বিনিময় করেছেন। উল্লেখ্য, তৃতীয় চার্লস (৭৪) তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজা হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোক পালন ও ব্যাপক প্রস্তুতির কয়েক মাস পর ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। আজ শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছিলেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

সর্বশেষ খবর