ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটারজুড়ে সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করেছে ৩৩ ব্যাটালিয়ন বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। এ পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষ্মীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা, ভাদিয়ালী কাকডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি। সাতক্ষীরা সদর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ অধিনায়ক ক্যাপ্টেন সাদনান জানান, ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনায় সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ ও সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে এবং সীমান্তে জোরালো গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ভয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। সীমান্ত এলাকায় ভীতির কোনো কারণ নেই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন। গতকাল দিনাজপুরের বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যখন আমাদের সাড়ে ৭ কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষি জমির সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন লোকসংখ্যা ১৮ কোটি, কিন্তু কৃষি জমি কমে গেছে। উন্নত জাত এবং কৃষি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো। তিনি বলেন, কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় আর কৃষকদের উৎপাদন খরচ যেন কমনো যায়, সে ব্যবস্থা করতে হবে। আর ওপরে যারা চাকরি করে, দুর্নীতি কমাতে হবে। কৃষি জমি যাতে কমে না যায় সেজন্য নতুনভাবে আইন করা হবে। ভূমি ব্যবহার নীতিমালা, কৃষি জমি সুরক্ষা আইন করা হবে কিছুদিনের মধ্যেই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকদের সঙ্গে ধান কাটেন। তিনি বলেন, কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেওয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন।