বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের এখন ডুবুডুবু অবস্থা। চারদিকে সরকারের বিদায়ঘণ্টা বাজছে। গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা-১২ আসনের নেতা যুবদলের সদ্য সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কারাবন্দি সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা-১২ আসন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। রিজভী বলেন, আওয়ামী লীগ দিনের আলোয় প্রকাশ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ায় বিশ্বাস করে না। এটা তাদের ঐতিহ্য। তারা এ ঐতিহ্য থেকে বেরোতে পারছে না। স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মীর সরাফত আলী সপু, হেলেন জেরিন খান, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মোস্তফা সাগর, জাহিদুল ইসলাম, গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।