সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

দিনভর মনিটরিংয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দিনভর মনিটরিংয়ে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয় নিয়ে দিনভর মনিটরিং করেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় কথা বলেন এবং জান-মালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

গতকাল গণভবন থেকে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে একাধিকবার ফোন করেন।

তিনি দুর্যোগ প্রবণ এলাকার দলীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলীয় সম্পাদকমন্ডলীর সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন। গতকাল সকালে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী ফোনে আমাকে বলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’ এনামুর রহমান আরও বলেন, আমরা সেটা দেখে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে কথা বলেছি। তিনি এরপর বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। সবার প্রচেষ্টায় তাদের হোটেলে ফিরিয়ে আনা সম্ভব হয়।

সর্বশেষ খবর