শিরোনাম
শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ মামলা বাতিলের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, এনটিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে করা সরকারি ত্রাণের টিন আত্মসাৎ মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিভিউ খারিজ করে গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে ফালুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন ফজলুল হক খান। রায়ের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিল করে দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দুদকের রিভিউ খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। মামলা থেকে জানা যায়, ২০০৭ সালের মার্চে দুদক রাজধানীর তেজগাঁও থানায় মোসাদ্দেক আলীসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা করে। মামলায় ১০০ বান্ডেল সরকারি ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। এরপর ২০০৮ সালে মামলাটি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং মামলাটি বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন মোসাদ্দেক আলী। সে আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্ট মামলা বাতিল করে রায় দেন। পরে দুদক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যায়। দুদকের আপিল শুনানি নিয়ে ২০২১ সালে হাই কোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে দুদক। সে রিভিউ খারিজ করে আপিল বিভাগ গতকাল আদেশ দেন।

সর্বশেষ খবর