গাজীপুর সিটি মেয়র নির্বাচনে বিজয়ী জায়েদা খাতুনকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কারচুপি ছাড়া নৌকা অসহায়। তিনি বলেন, কারচুপি ও বলপ্রয়োগ ছাড়া কোনো নির্বাচনেই আওয়ামী লীগের জয় সম্ভব নয়। ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর দলটিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের ন্যূনতম সুযোগ থাকলে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ যে কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি নির্বাচনে প্রমাণিত। এই কঠিন বাস্তবতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে। এ নির্বাচন আরও শক্তিশালী বার্তা দিয়েছে যে, সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ করা সম্ভব হবে না। জেএসডি সভাপতি তাঁর বিবৃতিতে সংসদ নির্বাচনের আগে জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার ওপর গুরুত্বারোপ করেন।