বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

গরিবের কাছ থেকে কর নিয়ে ভর্তুকি ঋণখেলাপিদের

নিজস্ব প্রতিবেদক

গরিবের কাছ থেকে কর নিয়ে ভর্তুকি ঋণখেলাপিদের

এম এম আকাশ

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেছেন, বাজেটের বর্তমান কাঠামোতে গরিব মানুষের কাছ থেকে কর নিয়ে ঋণখেলাপিদের ভর্তুকি দেওয়া হচ্ছে। বাজেটের যে কাঠামো, তা ধনী ও ব্যবসায়ীদের ‘সুবিধা দেওয়ার জন্য’ তৈরি হয়েছে। আসন্ন নতুন অর্থবছরের বাজেটে ধনীদের দেওয়া ভর্তুকি প্রত্যাহার করতে হবে। আইএমএফ ঋণ দেওয়ার সময়ে সামগ্রিকভাবে ভর্তুকি কমাতে বলেছে। গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। পুরানা পল্টনের মুক্তি ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি শাহ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। অধ্যাপক এম এম আকাশ বলেন, ঋণখেলাপিদেরও এখন ছাড় দেওয়া হচ্ছে। ঋণ ও সুদ মাফ করা হচ্ছে। এটাও ঋণখেলাপিদের জন্য সরকারের ভর্তুকি। আমাদের দাবি হচ্ছে, ধনীদের যে ভর্তুকি দেওয়া হচ্ছে, তা প্রত্যাহার করতে হবে। অর্থনীতির এ শিক্ষক আরও বলেন, ২ লাখ কোটি টাকার বেশি ঘাটতি ধরে নতুন বাজেট করা হচ্ছে। বাজেটের আকার বেড়ে গেলেও তা যাচ্ছে অবকাঠামো খাত ও আমলাদের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু স্বাস্থ্য, শিক্ষা খাতে সেভাবে যাচ্ছে না। সরকার বলছে, এসব খাতে খরচ করতে পারছে না মন্ত্রণালয়গুলো। মেগা প্রকল্পে খরচ করতে পারলেও মৌলিক খাতের স্বাস্থ্য ও শিক্ষায় খরচ করতে না পারা সরকারের একটি ব্যর্থতা। অধ্যাপক এম এম আকাশ বলেন, পাচার হওয়া টাকাই যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স আকারে আসছে। পাচার হওয়া টাকা ফেরাতেই আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। এটার সুবিধাভোগী হচ্ছে ধনী শ্রেণি।

 

 

সর্বশেষ খবর