বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

দেশ ঋণের রাজ্যে পরিণত

নিজস্ব প্রতিবেদক

দেশ ঋণের রাজ্যে পরিণত

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, বাংলাদেশকে একটি ঋণের রাজ্যে পরিণত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর কাছে এ দেশের জনগণকে হাজার হাজার কোটি ঋণের টাকায় দায়বদ্ধ করে ফেলেছে। জাতীয় ঐক্য গড়ে তুলে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণের সরকার এলে দুর্নীতি বন্ধ হবে, ঋণ খেলাপি বন্ধ হবে, অর্থ পাচার বন্ধ হবে এবং দেশের মানুষ বাঁচবে, মুক্তি পাবে।  গতকাল দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।  লিখিত বক্তব্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়তে ৭ দফা দাবি জানানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর