তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের দুর্বলতা হচ্ছে তারা সন্ত্রাসী আর রাজনৈতিককর্মী গুলিয়ে ফেলেন। নিজেরা রাজনীতির নামে সন্ত্রাস করেন বলে সন্ত্রাসী কর্মকাণ্ড আর রাজনৈতিক কার্যক্রমের মধ্যে পার্থক্য করেন না। বিএনপির কর্মসূচি হচ্ছে সন্ত্রাসমুখর। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘নব্বই-এর গণ অভ্যুত্থান’ গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন। পিআইবির মহাপরিচালক কবি জাফর ওয়াজেদসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি মহাসচিবের মন্তব্য খণ্ডন করে তথ্যমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছরে জাতির অনেক অর্জন আছে এটি মির্জা ফখরুল স্বীকার করেছেন। সরকার কারও ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে না। যারা আগুনসন্ত্রাস চালিয়েছে, পুলিশের ওপর হামলা করেছে এবং এখনো করছে, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের নেতৃত্বে রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতেই হবে। বিএনপি মহাসচিব বলেছিলেন, ‘সরকার নির্যাতন-নিপীড়ন করায় জাতির অর্জন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।’ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের অসুবিধা হচ্ছে না তা নয়। তবে গত সাড়ে ১৪ বছরে ক্রয়ক্ষমতা আড়াই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। আগে মানুষ বলত ডালভাত। এখন মানুষ মুরগির মাংসের দাম বেড়েছে কেন তা নিয়ে উদ্বিগ্ন। চট্টগ্রামে নিবন্ধনহীন আইপিটিভি বন্ধের অভিযান সারা দেশেও চলবে কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে অভিযান চালানোর জন্য। যাদের বৈধ লাইসেন্স নেই, যারা চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।