ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত নূরকে ছিনিয়ে নেওয়ার সময় পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ১০জন পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, উপজেলার আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এর মধ্যে আইয়ুব নূরের নামে ৫টি, তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি ও তোফাজ্জলের নামে ১০টি মামলা রয়েছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গতকাল ভোরে বিজয়নগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে আরিফকে গ্রেফতার করে। এরপর থানায় নিয়ে আসার সময় তার পরিবারের সদস্যরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী আরিফকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ এ সময় ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে গুলিবিদ্ধ হয় আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আইয়ুব নূর। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ১০জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন এএসআই আবদুুল আল মামুন, এএসআই সেলিম, এসআই সাইদুল হক, কনস্টেবল তুষারসহ ১০ পুলিশ সদস্য। অন্যদিকে নিহতের স্বজনরা দাবি করেছেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে ফাঁকা গুলি করে আরিফকে নিতে আসে কিছু মানুষ। পুলিশ কিনা বুঝতে না পেরে ডাকাত সন্দেহে তারা এগিয়ে আসে। এ সময় পুলিশের ছোঁড়া গুলিতে আরিফের বাবা আইয়ুব নূরসহ কয়েকজন আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিরোনাম
- ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে আসামি নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর