সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে গতকাল রাজধানীতে বিএনপি কালো পতাকা মিছিল করেছে। একই কর্মসূচি পালন করেছে বিএনপির সমমনা দলগুলোও। এ দলগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদ (নূর), গণ অধিকার পরিষদ (রেজা), সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
গণতন্ত্র মঞ্চ : গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে গণমিছিল শুরুর আগে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
১২ দলীয় জোট : জোটপ্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন সড়ক থেকে এক কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
গণ অধিকার পরিষদ (নূর) : গতকাল বিকালে ফকিরাপুল কালভার্ট রোডে কালো পতাকা মিছিলপূর্ব বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘তোমরা (সরকার) জঙ্গিবাদের তকমা দিয়ে কণ্ঠরোধ করে দিবা, আন্দোলন বন্ধ করে দিবা, এসব ভন্ডামির দিন শেষ। ফ্যাসিবাদের দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ।’
গণ অধিকার পরিষদ (রেজা) : জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কালো পতাকা গণমিছিল’ পূর্ব বক্তৃতায় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, এ সরকারের সব দরজা বন্ধ হয়ে গেছে। কোথাও পালানোর পথ নেই। কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোনো বন্ধু নেই।
লেবার পার্টি : জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের হামলা মামলা নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে লেবার পার্টি।
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট : সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। গতকাল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিজয়নগর মোড় পর্যন্ত এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।