রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে ভোট কারচুপি তদন্ত দরকার

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে ভোট কারচুপি তদন্ত দরকার

পাকিস্তানের সাধারণ নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। গতকাল পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, পাকিস্তানের নির্বাচন নিয়ে ‘বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নের সঙ্গে’ একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষক দল জানিয়েছে, এ নির্বাচনে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনে হস্তক্ষেপ বা ভোট কারচুপির দাবি সম্পূর্ণরূপে তদন্ত করা উচিত বলে জানিয়েছেন ম্যাথিউ মিলার। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘আমরা নির্বাচনি সহিংসতা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলাসহ মানবাধিকার ও মৌলিক অধিকার প্রয়োগে বিধিনিষেধ এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবাগুলোয় নিষেধাজ্ঞার নিন্দা জানাচ্ছি।’ তবে বিবৃতিতে দেশটির পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর