যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দেশব্যাপী উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পূর্ণ ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করে দেশবাসী। রাজধানীর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ এ ঈদ জামাতে অংশ নেন। ঈদের নামাজের পর রাষ্ট্রপতি বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকতাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ।’ এবারও দেশের বৃহৎ দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। রাজধানীর হাই কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করে দেশবাসী। নামাজ শেষে আল্লাহর দরবারে রোজাগুলো কবুল করে নিয়ে গুনাহ মাফের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। ঈদ জামাত শেষে ঈদ আলিঙ্গন ও ঈদ মুবারক বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবন, গণভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়। এ ছাড়া পবিত্র কলমা ও ঈদ মুবারক খচিত পতাকা দিয়ে রাজধানীর সড়কদ্বীপগুলো সজ্জিত করা হয়। দেশের বৃদ্ধাশ্রম, কারাগার, কিশোর অপরাধ ও ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
ঈদুল ফিতর উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর