যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দেশব্যাপী উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পূর্ণ ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করে দেশবাসী। রাজধানীর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ এ ঈদ জামাতে অংশ নেন। ঈদের নামাজের পর রাষ্ট্রপতি বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকতাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ।’ এবারও দেশের বৃহৎ দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। রাজধানীর হাই কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করে দেশবাসী। নামাজ শেষে আল্লাহর দরবারে রোজাগুলো কবুল করে নিয়ে গুনাহ মাফের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। ঈদ জামাত শেষে ঈদ আলিঙ্গন ও ঈদ মুবারক বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবন, গণভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়। এ ছাড়া পবিত্র কলমা ও ঈদ মুবারক খচিত পতাকা দিয়ে রাজধানীর সড়কদ্বীপগুলো সজ্জিত করা হয়। দেশের বৃদ্ধাশ্রম, কারাগার, কিশোর অপরাধ ও ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
শিরোনাম
- ফের গাজা নিয়ন্ত্রণে নেয়ার কথা বললেন ট্রাম্প!
- পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান
- ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান; দাবি শেহবাজের
- কবে মাঠে ফিরছেন তাসকিন?
- জবি শিক্ষার্থীদের দাবি ‘ন্যায়সংগত’, মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
- জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে, জুমার পর গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
ঈদুল ফিতর উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর