যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দেশব্যাপী উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পূর্ণ ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করে দেশবাসী। রাজধানীর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ এ ঈদ জামাতে অংশ নেন। ঈদের নামাজের পর রাষ্ট্রপতি বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকতাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ।’ এবারও দেশের বৃহৎ দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। রাজধানীর হাই কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করে দেশবাসী। নামাজ শেষে আল্লাহর দরবারে রোজাগুলো কবুল করে নিয়ে গুনাহ মাফের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। ঈদ জামাত শেষে ঈদ আলিঙ্গন ও ঈদ মুবারক বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবন, গণভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়। এ ছাড়া পবিত্র কলমা ও ঈদ মুবারক খচিত পতাকা দিয়ে রাজধানীর সড়কদ্বীপগুলো সজ্জিত করা হয়। দেশের বৃদ্ধাশ্রম, কারাগার, কিশোর অপরাধ ও ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
শিরোনাম
- শেখ হাসিনার রায় পড়া শুরু
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
ঈদুল ফিতর উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর