যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দেশব্যাপী উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পূর্ণ ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করে দেশবাসী। রাজধানীর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ এ ঈদ জামাতে অংশ নেন। ঈদের নামাজের পর রাষ্ট্রপতি বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকতাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ।’ এবারও দেশের বৃহৎ দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। রাজধানীর হাই কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করে দেশবাসী। নামাজ শেষে আল্লাহর দরবারে রোজাগুলো কবুল করে নিয়ে গুনাহ মাফের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। ঈদ জামাত শেষে ঈদ আলিঙ্গন ও ঈদ মুবারক বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবন, গণভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়। এ ছাড়া পবিত্র কলমা ও ঈদ মুবারক খচিত পতাকা দিয়ে রাজধানীর সড়কদ্বীপগুলো সজ্জিত করা হয়। দেশের বৃদ্ধাশ্রম, কারাগার, কিশোর অপরাধ ও ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
শিরোনাম
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
ঈদুল ফিতর উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর