বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির ৮১তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ‘তারুণ্যের সান্নিধ্যে সমকালীন রাজনীতি’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রবীণ এই রাজনীতিবিদ। আজ বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে (সেগুনবাগিচা কাঁচাবাজারের ওপরে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের চতুর্থ তলায়) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ওয়ার্কার্স পার্টির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশেদ খান মেননের জন্ম ১৯৪৩ সালের ১৮ মে। বাবার কর্মস্থল ফরিদপুরে তার জন্ম। গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠিতে। তার বাবা বিচারপতি আবদুল জব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। ১৯৬৩-৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ও ১৯৬৪-৬৭ সালে সাবেক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ অনেক আন্দোলনে নেতৃত্বদানকারীর ভূমিকা রাখেন তিনি। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা সিটি করপোরেশন ২০০৮ সালের ৮ অক্টোবর মগবাজার চৌরাস্তা থেকে বাংলামোটর পর্যন্ত সড়কের নামকরণ করে রাশেদ খান মেনন সড়ক। ১৯৭৯ সালে বরিশালে বাবুগঞ্জ-গৌরনদী থেকে এবং ১৯৯১ সালে বাবুগঞ্জ-উজিরপুর থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ১৪ দলের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ১৮ নভেম্বর রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নিযুক্ত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রাশেদ খান মেনন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
৮১তম জন্মবার্ষিকী রাশেদ খান মেননের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর