রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

সরকারের বিদায় ঘণ্টা বাজবে

নিজস্ব প্রতিবেদক

সরকারের বিদায় ঘণ্টা বাজবে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। সামনে আরও বড় সুসংবাদ আসছে। আমেরিকার আর স্যাংশন দিতে হবে না। দেশের জনগণই এবার আপনাদের বিরুদ্ধে স্যাংশন দেবে।

জনগণ যেদিন রাস্তায় নামবে, সেদিন এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে ইনশা আল্লাহ। গতকাল দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জানতে চাই, আপনার (প্রধানমন্ত্রী) কাছে এই প্রস্তাবটা কে দিয়েছে? সেই সাদা চামড়ার মানুষটা কে? এটা পরিষ্কার করে বলতে হবে। তিনি আরও বলেন, পত্রিকায় দেখলাম, আওয়ামী লীগ তিনটা কারণে অস্বস্তিতে আছে। আজিজ, বেনজীর এবং কলকাতায় নিহত এমপি আনোয়ারুল আজিম আনার, যার নামে রেড অ্যালার্ট ছিল আগে থেকেই। যার নামে খুন, ধর্ষণ-লুট সব ধরনের মামলা ছিল।              

সর্বশেষ খবর