দুর্ভাগ্য দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত ক্রিকেটের কোনো বিশ্বকাপ জিততে পারেনি। না ওয়ানডে, কিংবা টি-২০। অথচ প্রতি আসরেই তাদের ফেবারিটের তালিকায় রাখা হয়। এবার টি-২০ বিশ্বকাপে তারা কতদূর যাবে বলার সময় আসেনি। তবে শুরুটা করেছে দারুণ জয়ে। গতকাল নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের গ্রুপে প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি। ৬ উইকেটে পরাজিত করেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লঙ্কানরা। লক্ষ্য ছিল প্রোটিয়াদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কীসের কী, ৩ অঙ্কও স্পর্শ করতে পারেনি তারা। ১৯.১ ওভারে ৭৭ রানে অলআউট হয়ে যায়; যা এ সংস্করণে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৬ সালে ভারতের বিপক্ষে ৮২ রান করেছিল। কুশল মেন্ডিস ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৬ রান ছিল উল্লেখযোগ্য। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে ধস নামান আফ্রিকার আনরিখ নরকিয়া। এ বোলার ৪ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট দখল করেন। টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় এটিই কারও সেরা বোলিং। কাসিসোরাবাদা ও মহারাজ নেন ২টি করে উইকেট। মামুলি টার্গেট হলেও শুরুতে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপে পড়ে যায়। পরে আরও ২ উইকেটের পতন ঘটলেও ১৬.২ ওভারে ৮০ রান তুলে বড় জয়ে বিশ্বকাপ শুরু করে প্রোটিয়ারা। ডিকক ২০, ক্লাসেন ১৯ ও স্টাবস ১৩ রান তোলেন। ৮ জুন বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর