যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং সংঘাত কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শান্তিপূর্ণ সমাবেশের প্রতি আমাদের অবিচল সমর্থন আবারও ব্যক্ত করছি। আমরা দেখামাত্র গুলি করার আদেশের নিন্দা জানাই এবং সেনা প্রত্যাহার করার আহ্বান জানাই। তিনি বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণভাবে অধিকার চর্চাকে সমর্থন করে এবং সহিংসতা যে মহল (আন্দোলনকারী এবং সরকার) থেকেই আসুক না কেন তার নিন্দা জানায়। আমরা বাংলাদেশে সমবেত হওয়ার অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন করি এবং প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু যখন সহিংসতার প্রশ্ন আসে সেটা যার হাত দিয়েই হোক না কেন আমরা সবধরনের সহিংসতার নিন্দা জানাই। একই সঙ্গে সারা দেশে টেলিযোগাযোগ ব্যাহত থাকার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেহেতু এতে আমেরিকার নাগরিকসহ বাংলাদেশের জনগণের জরুরিপত্র সংগ্রহ করার সক্ষমতাকে সীমিত করেছে, সেহেতু আমরা ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, এই ইস্যুটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। আরেকটি প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তোলা হলে, মিলার এটাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন। বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত সেটা যুক্তরাষ্ট্রের জন্য নয়। অন্যদিকে যুক্তরাজ্যের হোম অফিসের আন্ডার সেক্রেটারি জানান, বাংলাদেশে সহিংসতা এবং নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। কারণ প্রচুর ব্রিটিশ বাংলাদেশির আত্মীয়স্বজন রয়েছে বাংলাদেশে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে তারা উদ্বিগ্ন। সরকার এবং আন্দোলনকারী দুই পক্ষের কাছে শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন তিনি।
শিরোনাম
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
সহিংসতার নিন্দায় যুক্তরাষ্ট্র
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর