যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং সংঘাত কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শান্তিপূর্ণ সমাবেশের প্রতি আমাদের অবিচল সমর্থন আবারও ব্যক্ত করছি। আমরা দেখামাত্র গুলি করার আদেশের নিন্দা জানাই এবং সেনা প্রত্যাহার করার আহ্বান জানাই। তিনি বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণভাবে অধিকার চর্চাকে সমর্থন করে এবং সহিংসতা যে মহল (আন্দোলনকারী এবং সরকার) থেকেই আসুক না কেন তার নিন্দা জানায়। আমরা বাংলাদেশে সমবেত হওয়ার অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন করি এবং প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু যখন সহিংসতার প্রশ্ন আসে সেটা যার হাত দিয়েই হোক না কেন আমরা সবধরনের সহিংসতার নিন্দা জানাই। একই সঙ্গে সারা দেশে টেলিযোগাযোগ ব্যাহত থাকার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেহেতু এতে আমেরিকার নাগরিকসহ বাংলাদেশের জনগণের জরুরিপত্র সংগ্রহ করার সক্ষমতাকে সীমিত করেছে, সেহেতু আমরা ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, এই ইস্যুটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। আরেকটি প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তোলা হলে, মিলার এটাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন। বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত সেটা যুক্তরাষ্ট্রের জন্য নয়। অন্যদিকে যুক্তরাজ্যের হোম অফিসের আন্ডার সেক্রেটারি জানান, বাংলাদেশে সহিংসতা এবং নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। কারণ প্রচুর ব্রিটিশ বাংলাদেশির আত্মীয়স্বজন রয়েছে বাংলাদেশে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে তারা উদ্বিগ্ন। সরকার এবং আন্দোলনকারী দুই পক্ষের কাছে শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন তিনি।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
সহিংসতার নিন্দায় যুক্তরাষ্ট্র
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর