যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং সংঘাত কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শান্তিপূর্ণ সমাবেশের প্রতি আমাদের অবিচল সমর্থন আবারও ব্যক্ত করছি। আমরা দেখামাত্র গুলি করার আদেশের নিন্দা জানাই এবং সেনা প্রত্যাহার করার আহ্বান জানাই। তিনি বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণভাবে অধিকার চর্চাকে সমর্থন করে এবং সহিংসতা যে মহল (আন্দোলনকারী এবং সরকার) থেকেই আসুক না কেন তার নিন্দা জানায়। আমরা বাংলাদেশে সমবেত হওয়ার অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন করি এবং প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু যখন সহিংসতার প্রশ্ন আসে সেটা যার হাত দিয়েই হোক না কেন আমরা সবধরনের সহিংসতার নিন্দা জানাই। একই সঙ্গে সারা দেশে টেলিযোগাযোগ ব্যাহত থাকার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেহেতু এতে আমেরিকার নাগরিকসহ বাংলাদেশের জনগণের জরুরিপত্র সংগ্রহ করার সক্ষমতাকে সীমিত করেছে, সেহেতু আমরা ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, এই ইস্যুটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। আরেকটি প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তোলা হলে, মিলার এটাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন। বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত সেটা যুক্তরাষ্ট্রের জন্য নয়। অন্যদিকে যুক্তরাজ্যের হোম অফিসের আন্ডার সেক্রেটারি জানান, বাংলাদেশে সহিংসতা এবং নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। কারণ প্রচুর ব্রিটিশ বাংলাদেশির আত্মীয়স্বজন রয়েছে বাংলাদেশে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে তারা উদ্বিগ্ন। সরকার এবং আন্দোলনকারী দুই পক্ষের কাছে শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন তিনি।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
সহিংসতার নিন্দায় যুক্তরাষ্ট্র
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর