যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং সংঘাত কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শান্তিপূর্ণ সমাবেশের প্রতি আমাদের অবিচল সমর্থন আবারও ব্যক্ত করছি। আমরা দেখামাত্র গুলি করার আদেশের নিন্দা জানাই এবং সেনা প্রত্যাহার করার আহ্বান জানাই। তিনি বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণভাবে অধিকার চর্চাকে সমর্থন করে এবং সহিংসতা যে মহল (আন্দোলনকারী এবং সরকার) থেকেই আসুক না কেন তার নিন্দা জানায়। আমরা বাংলাদেশে সমবেত হওয়ার অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন করি এবং প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু যখন সহিংসতার প্রশ্ন আসে সেটা যার হাত দিয়েই হোক না কেন আমরা সবধরনের সহিংসতার নিন্দা জানাই। একই সঙ্গে সারা দেশে টেলিযোগাযোগ ব্যাহত থাকার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেহেতু এতে আমেরিকার নাগরিকসহ বাংলাদেশের জনগণের জরুরিপত্র সংগ্রহ করার সক্ষমতাকে সীমিত করেছে, সেহেতু আমরা ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, এই ইস্যুটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। আরেকটি প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তোলা হলে, মিলার এটাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন। বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত সেটা যুক্তরাষ্ট্রের জন্য নয়। অন্যদিকে যুক্তরাজ্যের হোম অফিসের আন্ডার সেক্রেটারি জানান, বাংলাদেশে সহিংসতা এবং নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। কারণ প্রচুর ব্রিটিশ বাংলাদেশির আত্মীয়স্বজন রয়েছে বাংলাদেশে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে তারা উদ্বিগ্ন। সরকার এবং আন্দোলনকারী দুই পক্ষের কাছে শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন তিনি।
শিরোনাম
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি