যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সোমবার বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং সংঘাত কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শান্তিপূর্ণ সমাবেশের প্রতি আমাদের অবিচল সমর্থন আবারও ব্যক্ত করছি। আমরা দেখামাত্র গুলি করার আদেশের নিন্দা জানাই এবং সেনা প্রত্যাহার করার আহ্বান জানাই। তিনি বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণভাবে অধিকার চর্চাকে সমর্থন করে এবং সহিংসতা যে মহল (আন্দোলনকারী এবং সরকার) থেকেই আসুক না কেন তার নিন্দা জানায়। আমরা বাংলাদেশে সমবেত হওয়ার অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন করি এবং প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু যখন সহিংসতার প্রশ্ন আসে সেটা যার হাত দিয়েই হোক না কেন আমরা সবধরনের সহিংসতার নিন্দা জানাই। একই সঙ্গে সারা দেশে টেলিযোগাযোগ ব্যাহত থাকার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেহেতু এতে আমেরিকার নাগরিকসহ বাংলাদেশের জনগণের জরুরিপত্র সংগ্রহ করার সক্ষমতাকে সীমিত করেছে, সেহেতু আমরা ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, এই ইস্যুটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। আরেকটি প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তোলা হলে, মিলার এটাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন। বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত সেটা যুক্তরাষ্ট্রের জন্য নয়। অন্যদিকে যুক্তরাজ্যের হোম অফিসের আন্ডার সেক্রেটারি জানান, বাংলাদেশে সহিংসতা এবং নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। কারণ প্রচুর ব্রিটিশ বাংলাদেশির আত্মীয়স্বজন রয়েছে বাংলাদেশে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে তারা উদ্বিগ্ন। সরকার এবং আন্দোলনকারী দুই পক্ষের কাছে শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন তিনি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সহিংসতার নিন্দায় যুক্তরাষ্ট্র
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর