‘রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের পরিষ্কার রোডম্যাপের দাবিতে কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা করেছে বিএনপি। পাশাপাশি বর্তমানে মাঠে সক্রিয় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, মতবিনিময়সহ সার্বিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি। পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের পর বর্তমানে মাঠে থাকা ছোট-বড় সব রাজনৈতিক দল ও লিজেন্ড ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ দলটি। কোনো দলের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি না হয় সেদিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য বজায় রাখতে নেতাদের নির্দেশনা দেন দলের হাইকমান্ড তারেক রহমান।’ গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটিতে এসব বিষয়ে আলোচনা হয়। রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়াল) সভাপতিত্বে এতে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন। বৈঠকে দেশের বন্যাদুর্গত এলাকায় দলের ত্রাণ কমিটির পরিচালিত ত্রানসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণসহ সর্বজনীন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া দলের ‘আমরা বিএনপি পরিবার’ নামক সেলের আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রমের বিষয়টিও ইতিবাচকভাবে উঠে আসে।
আজ কিংবা আগামীকাল সংবাদ সম্মেলন কিংবা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে।