বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাবরি মসজিদ উপমহাদেশের মসজিদুল আকসা। সুতরাং মসজিদুল আকসা রক্ষার জন্য যেমনভাবে হামাস গড়ে উঠেছে তেমনভাবে এই বাবরি মসজিদ পুনরুদ্ধারের জন্যও হামাসের ভূমিকা পালন করতে হবে। গতকাল রাজধানীর কাকরাইলে এক সেমিনারে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন। মেধাবী ছাত্রদের মেধার মূল্যায়ন এবং মুসলমানদের হারানো ঐতিহ্য বাবরি মসজিদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে ‘বাবরি মসজিদ সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, যারা শত শত বৎসরের মসজিদ ভেঙে ফেলে, যাদের দেশে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হন, এমনকি স্বগোত্রীয় নিচু শ্রেণির লোকদের ওপর নির্যাতন করতেও কুণ্ঠাবোধ করে না তারা আমাদের ইনসাফের সবক দেয় কীভাবে? চব্বিশে আমাদের যে বিজয় হয়েছে এ জন্য আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সহবায়তুলমাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, বিশিষ্ট সাংবাদিক ও কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী