বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাবরি মসজিদ উপমহাদেশের মসজিদুল আকসা। সুতরাং মসজিদুল আকসা রক্ষার জন্য যেমনভাবে হামাস গড়ে উঠেছে তেমনভাবে এই বাবরি মসজিদ পুনরুদ্ধারের জন্যও হামাসের ভূমিকা পালন করতে হবে। গতকাল রাজধানীর কাকরাইলে এক সেমিনারে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন। মেধাবী ছাত্রদের মেধার মূল্যায়ন এবং মুসলমানদের হারানো ঐতিহ্য বাবরি মসজিদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে ‘বাবরি মসজিদ সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, যারা শত শত বৎসরের মসজিদ ভেঙে ফেলে, যাদের দেশে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হন, এমনকি স্বগোত্রীয় নিচু শ্রেণির লোকদের ওপর নির্যাতন করতেও কুণ্ঠাবোধ করে না তারা আমাদের ইনসাফের সবক দেয় কীভাবে? চব্বিশে আমাদের যে বিজয় হয়েছে এ জন্য আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সহবায়তুলমাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, বিশিষ্ট সাংবাদিক ও কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার