বাংলাদেশের বিচারব্যবস্থা, বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার বিষয়ে তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি।
গতকাল বেলা ৩টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের বিচারব্যবস্থা, বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তুরস্কে ১২ হাজারের মধ্যে ৪ হাজার জজকে বরখাস্ত করা হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে কী করা হবে সেসব বিষয়েও আলোচনা হয়েছে। বিচারব্যবস্থা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক রাখা সম্ভব নয়।
বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম প্রমুখ। ডক্টর রফিক কোরকুসুজের নেতৃত্বে তুরস্কের জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিনসহ ১৬ জন।